Title (Indic)ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়॥ রবে না এ মধুরাতি জানি তবু মালা গাঁথি মালা চলিতে দলিয়া যাবে তবু চরণে জড়ায়॥ যে কাঁটার জ্বালা সয়ে উঠে ব্যথা ফুল হয়ে আমি কাঁদিব সে-কাঁটা লয়ে নিশীথ বেলায়॥ নীরবে রবে যবে পরবাসে আমি দূর নীল আকাশে জাগিব তোমারি আশে নূতন তারায়॥ বৈতালিক Englishchhār̤ite parān nāhi chāẏ tabu yete habe hāẏ malaẏā minti kare tabu kusum śhukāẏ|| rabe nā e madhurāti jāni tabu mālā gām̐thi mālā chalite daliẏā yābe tabu charṇe jar̤āẏ|| ye kām̐ṭār jbālā saẏe uṭhe byathā phul haẏe āmi kām̐dib se-kām̐ṭā laẏe niśhīth belāẏ|| nīrbe rabe yabe parbāse āmi dūr nīl ākāśhe jāgib tomāri āśhe nūtan tārāẏ|| baitālik