Title (Indic)চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliকোরাস্ : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক। চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক। ধরার অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে, কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে। পুরুষ কন্ঠ : সহিব না আজ এই অবিচার - কোরাস্ : খুলিয়াছে আজি চোখ॥ প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয় আজি এই কথা যেন কয় - মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে-ইহা কি সত্য নয় ? হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল, সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল। পুরুষ কন্ঠ : আমরা আনিব অভেদ ধর্ম - কোরাস্ : নব বেদ-গাঁথা-শ্লোক॥ Englishkorās : chīn o bhārte milechhi ābār morā śhat koṭi lok| chīn bhārter jaẏ hok! aikyer jaẏ hok! sāmyer jaẏ hok| dharār ardh narnārī morā rahi ei dui deśhe, ken āmāder et durbheাga nity dainy kleśhe| puruṣh kanṭh : sahib nā āj ei abichār - korās : khuliẏāchhe āji chokh|| prāchīn chīner prāchīr mahābhārter himālaẏ āji ei kathā yen kaẏ - morā sabhyatā śhikhāẏechhi pṛthibīre-ihā ki saty naẏ ? ha̮ib sarbajaẏī āmarāi sarbahārār dal, sundar habe śhānti labhibe nipīr̤itā dharātal| puruṣh kanṭh : āmrā ānib abhed dharm - korās : nab bed-gām̐thā-śhlok||