Title (Indic)চঞ্চল শ্যামল এলো গগনে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliচঞ্চল শ্যামল এলো গগনে। নয়ন-পলকে বিজলি ঝলকে চাঁচর অলক ওড়ে পবনে।। রিম্ঝিম্ বৃষ্টির নূপুর বোলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে; হেরি’ সেই নৃত্য ধরার চিত্ত ডুবু ডুবু বরিষার প্রেম-প্লাবনে।। উদাসী বেণু তার অশান্ত বায়ে বাজে রহি’ রহি’ দূর বনছায়ে; আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে ভাবের বন্যা বহে বৃন্দাবনে।। Englishchañchal śhyāmal elo gagne| naẏan-palke bijli jhalke chām̐char alak or̤e pabne|| rimjhim bṛṣhṭir nūpur bole mṛdaṅg bāje guru gambhīr role; heri’ sei nṛty dharār chitt ḍubu ḍubu bariṣhār prem-plābne|| udāsī beṇu tār aśhānt bāẏe bāje rahi’ rahi’ dūr banachhāẏe; ākāśhe anurāge indradhnu jāge bhāber banyā bahe bṛndābne||