Title (Indic)চন্দ্রমল্লিকা , চন্দ্রমল্লিকা WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliচন্দ্রমল্লিকা , চন্দ্রমল্লিকা- রঙ-পরীদের সঙ্গিনী তুই অঙ্গে চাঁদের রূপ-শিখা।। ঊষর ধরায় আসলি ভুলে তুষার দেশে রঙ্গিনী' হিমেল দেশের চন্দ্রিকা তুই শীত-শেষের বাসন্তিকা।। চাঁদের আলো চুরি ক'রে আনলি তুই মুঠি ভ'রে, দিলাম চন্দ্র-মল্লিকা নাম তাই তোরে আদর ক'রে। ভঙ্গিমা তোর গরব-ভরা, রঙ্গিমা তোর হৃদয়-হরা, ফুলের দলে ফুলরানী তুই-তোরেই দিলাম জয়টিকা।। Englishchandramallikā , chandramallikā- raṅ-parīder saṅginī tui aṅge chām̐der rūp-śhikhā|| ūṣhar dharāẏ āsli bhule tuṣhār deśhe raṅginī' himel deśher chandrikā tui śhīt-śheṣher bāsantikā|| chām̐der ālo churi ka're ānli tui muṭhi bha're, dilām chandr-mallikā nām tāi tore ādar ka're| bhaṅgimā tor garab-bharā, raṅgimā tor hṛdaẏ-harā, phuler dale phulrānī tui-torei dilām jaẏaṭikā||