Title (Indic)বৃথা তুই কাহার 'পরে করিস অভিমান WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবৃথা তুই কাহার পরে করিস অভিমান পাষাণ-প্রতিমা সে যে হৃদয় পাষাণ।। রূপসীর নয়নে জল নয়ন-শোভার তরে ও শুধু মেঘের লীলা নভে যে বাদল ঝরে। চাতকেরই তরে তাহার কাঁদে না পরান।। প্রণয়ের স্বপন-মায়া,ধরিতে মিলায় কায়া গো-ধূলির রঙের খেলা ক্ষণে অবসান।। Englishbṛthā tui kāhār pare karis abhimān pāṣhāṇ-pratimā se ye hṛdaẏ pāṣhāṇ|| rūpsīr naẏane jal naẏan-śhobhār tare o śhudhu megher līlā nabhe ye bādal jhare| chātakera̮i tare tāhār kām̐de nā parān|| praṇaẏer sbapan-māẏā,dharite milāẏ kāẏā go-dhūlir raṅer khelā kṣhaṇe absān||