Title (Indic)ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’। ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।। এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়, খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি।। তুমি যে গেছ ভুলে – ছিল না আমার মনে, তাই আসিয়াছি তব বেড়া–দেওয়া ফুলবনে। গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি’– আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।। Englishbhulite pārine tāi āsiẏāchhi path bhuli’| bhol mor se aprādh, āji ye lagn godhūli|| emni raṅin belāẏ khelechhi tomāẏ āmāẏ, khum̐jite esechhi tāi sei purāno dinguli|| tumi ye gechh bhule – chhil nā āmār mane, tāi āsiẏāchhi tab ber̤ā–deoẏā phulabne| gem̐thechhi kata̮i mālā ei bāgāner phul tuli’– ājao sethā gāhe gān āmār poṣhā bulbuli||