Title (Indic)ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা মোর তপনের রাঙা কিরণ যেন ঘিরিল তমসা।। না ফুটিতে মোর কথার কুড়িঁ চপল বুলবুলি গেলে উড়ি' গেলে ভাসিয়া ভোরের সুর যেন বিষাদ অলসা।। জেগে দেখি হায়, ঝরা ফুলে আছে ছেয়ে তোমার পথতল, ওগো অতিথি, কাদিছেঁ বনভূমি ছড়ায়ে ফুল দল! মুখর আমার গানের পাখি নীরব হলো হায় বারেক ডাকি' যেন ফাগুনের জোছনা-বর্ষিত রাতে নামিল বরষা।। Englishbhore sbapne ke tumi diẏe dekhā, lukāle sahsā mor tapner rāṅā kiraṇ yen ghiril tamsā|| nā phuṭite mor kathār kur̤im̐ chapal bulbuli gele ur̤i' gele bhāsiẏā bhorer sur yen biṣhād alsā|| jege dekhi hāẏ, jharā phule āchhe chheẏe tomār pathtal, ogo atithi, kādichhem̐ banbhūmi chhar̤āẏe phul dal! mukhar āmār gāner pākhi nīrab halo hāẏ bārek ḍāki' yen phāguner jochhnā-barṣhit rāte nāmil barṣhā||