Title (Indic)ভরিয়া পরাণ শুনিতেছি গান WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর! স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত–চকোর।। হিজল–বিছানো বন–পথ দিয়া রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া। নদীর পারে বন–কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর।। চন্দ্রচূড় মেঘের গায় মরাল–মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো–ছায়ায় বহিছে পবন গন্ধ –চোর।। Englishbhariẏā parān śhunitechhi gān āsibe āj bandhu mor! sbapan mākhiẏā sonār pākhāẏ ākāśhe udhāo chit–chakor|| hijal–bichhāno ban–path diẏā rāṅāẏe charaṇ āsibe go priẏā| nadīr pāre ban–kināre iṅgit hāne śhyām kiśhor|| chandrachūr̤ megher gāẏ marāl–mithun ur̤iẏā yāẏ, neśhā dhare chokhe ālo–chhāẏāẏ bahichhe paban gandh –chor||