Title (Indic)ভাই হয়ে ভাই চিনবি আবার পাইব কি আর WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliভাই হয়ে ভাই চিনবি আবার পাইব কি আর এমন গান! সেদিনদুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান।। তোরা স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান। সেই কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান।। ওরে তোরা করিস লাঠালাঠি সিন্ধু-ডাকাত লুটছে ধান! তাই গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান।। ছিলি সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমন ক্ষিন্ন প্রাণ। মুখের গ্রাস ঐ গিলছে শেয়াল, তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ।। তোরা বাঁদর ডেকে মানলি সালিশ ভাইকে দিতে ফাটলো প্রাণ! সালিশনিজেই, ‘খা ডালা সব’, বোকা তোদের এই দেখান।। তোরা নাক কেটে নিজ পরের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান তোদেরকে যে ভালো কে যে মন্দ সব শিয়ালই এক সমান।। শুনি আপন ভিটের কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ। তাই তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান।। আজ সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান! তোরা বিশ্বে যে তার রাখিসনে ঠাঁই কানা গরুর ভীন বাথান।। তোরা করলি কেবল অহরহ নীচ কলহের পরল পান। আজ বুঝলি নে হায় নাড়ি-ছেড়া মায়ের পেটের ভায়ের টান।। Englishbhāi haẏe bhāi chinbi ābār pāib ki ār eman gān! sedinaduẏār bheṅe āsbe jeাẏār marā gāṅe ḍākbe bān|| teাrā sbārth-piśhāch yeman kukur temni mugur pās re mān| sei kalje chum̐ẏe galchhe rakt dalchhe pāẏe ḍalchhe kān|| ore teাrā karis lāṭhālāṭhi sindhu-ḍākāt luṭchhe dhān! tāi geাbar-gādā māthāẏ teাder kām̐ṭhāl bheṅe khāẏ śheẏān|| chhili siṁh byāghr, hiṁsā-yuddhe ājke eman kṣhinn prāṇ| mukher grās ai gilchhe śheẏāl, teাmarā śhuẏe nichchh ghrāṇ|| teাrā bām̐dar ḍeke mānli sāliśh bhāike dite phāṭleা prāṇ! sāliśhanijei, ‘khā ḍālā sab’, beাkā teাder ei dekhān|| teাrā nāk keṭe nij parer yātrā bhaṅg karis buddhimān teাderke ye bhāleা ke ye mand sab śhiẏāla̮i ek samān|| śhuni āpan bhiṭer kukur rājā, tār cheẏeo hīn teাder prāṇ| tāi teাder deśh ei hindusthāne nāi teাdera̮i bindu sthān|| āj sādhe bhārat-bidhātā ki cheাkha bem̐dhe ai mukh lukān! teাrā biśhbe ye tār rākhisne ṭhām̐i kānā garur bhīn bāthān|| teাrā karli kebal ahrah nīch kalher paral pān| āj bujhli ne hāẏ nār̤i-chher̤ā māẏer peṭer bhāẏer ṭān||