Title (Indic)বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবেণুকার বনে কাঁদে বাতাস বিধুর - সে আমারি গান, প্রিয় সে আমারি সুর॥ হলুদ চাঁপার ডালে সহসা নিশীথ কালে ডেকে ওঠে সাথি হারা পাখি ব্যথাতুর॥ নদীর ভাটির স্রোতে শ্রান্ত সাঁঝে অশ্রু জড়িত মোর সুর যে বাজে। সে সুরের আভাসে আঁখিপুরে জল আসে, মনে পড়ে চলে-যাওয়া প্রিয়রে সুদূর॥ Englishbeṇukār bane kām̐de bātās bidhur - se āmāri gān, priẏ se āmāri sur|| halud chām̐pār ḍāle sahsā niśhīth kāle ḍeke oṭhe sāthi hārā pākhi byathātur|| nadīr bhāṭir srote śhrānt sām̐jhe aśhru jar̤it mor sur ye bāje| se surer ābhāse ām̐khipure jal āse, mane par̤e chale-yāoẏā priẏare sudūr||