Title (Indic)বেদিয়া বেদিনী ছুটে আয় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবেদিয়া বেদিনী ছুটে আয়,আয়,আয় ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে বাঁশিতে পরান মাতায়।। দলে দলে নেচে নেচে আয় চলে আকাশের শামিয়ানা তলে বর্শা তীর ধনুক ফেলে আয় আয় রে হাড়ের নূপুর প'রে পায়।। বাঘ-ছাল প'রে আয় হৃদয়-বনের শিকারি ঘাগরা প'রে প'রে পলার মালা আয় বেদের নারী মহুয়ার মধু পিয়ে ধুতুরা ফুলের পিয়ালায়।। Englishbediẏā bedinī chhuṭe āẏ,āẏ,āẏ dhātinā dhātinā tinā ḍholak mādal bāje bām̐śhite parān mātāẏ|| dale dale neche neche āẏ chale ākāśher śhāmiẏānā tale barśhā tīr dhanuk phele āẏ āẏ re hār̤er nūpur pa're pāẏ|| bāgh-chhāl pa're āẏ hṛdaẏ-baner śhikāri ghāgrā pa're pa're palār mālā āẏ beder nārī mahuẏār madhu piẏe dhuturā phuler piẏālāẏ||