Title (Indic)বলেছিলে তুমি তীর্থে আসিবে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে। তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।। চলে যাই যদি, চিরদিন মনে তোমার সে-কথা রহিবে স্মরণে শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।। শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ। হের গো, আমার যাবার সময় হলো তোমার সে-কথা মিথ্যা হবে না বলো, কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।। Englishbalechhile tumi tīrthe āsibe āmār tanur tīre| tumi āsile nā, (hāẏ!) āśhār sūry ḍubil sāgar-nīre|| chale yāi yadi, chirdin mane tomār se-kathā rahibe smarṇe śhudhu sei kathā śhonār lāgiẏā haẏato āsib phire|| śhudhu sei āśhe haẏato e tanu marṇe habe nā līn path cheẏe cheẏe, tab nām geẏe bājāb birah-bīṇ| her go, āmār yābār samaẏ halo tomār se-kathā mithyā habe nā balo, kon śhubhakṣhaṇe nimeṣher tare jar̤ābe kanṭh ghire||