Title (Indic)বকুল বনের পাখি ডাকিয়া আর ভেঙ্গো না ঘুম WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবকুল বনের পাখি ডাকিয়া আর ভেঙ্গো না ঘুম বকুল বাগানে মম, ফুরায়েছে ফুলের মরশুম॥ ওগো, প্রিয় মোর দূর বিদেশে কারে আর ডাকিছ পাখি খুলিয়া পড়িছে হাতের, মলিন মালতী রাখি। নিভিয়া গিয়াছে প্রদীপ রেখে গেছে স্মৃতির ধূম॥ ষোড়শী বাসন্তিকার রঙ দেহে মোর হয়েছে ম্লান। খেলার সাথী পরদেশে, কারে দিই এ প্রীতির কুম্কুম্॥ Englishbakul baner pākhi ḍākiẏā ār bheṅgo nā ghum bakul bāgāne mam, phurāẏechhe phuler marśhum|| ogo, priẏ mor dūr bideśhe kāre ār ḍākichh pākhi khuliẏā par̤ichhe hāter, malin māltī rākhi| nibhiẏā giẏāchhe pradīp rekhe gechhe smṛtir dhūm|| ṣhor̤śhī bāsantikār raṅ dehe mor haẏechhe mlān| khelār sāthī pardeśhe, kāre dii e prītir kumkum||