Title (Indic)বৈকালী সুরে গাও চৈতালি গান WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। নহবতে বাজে সকরুণ মূলতান।। নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান।। চম্পা-মালা রবমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়, ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়। অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায় ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান।। Englishbaikālī sure gāo chaitāli gān, basant haẏ absān| nahabte bāje sakruṇ mūltān|| nīrab ānamnā pik cheẏe āchhe dūre animikh dhūli-dhūsar halo dik āse baiśhākh abhiyān|| champā-mālā rabamlin luṭāẏ phul-jharā ban-bīthikāẏ, ḍhele dāo sañchit prāṇer madhu-yauban debtār pāẏ| anant birah-byathāẏ kṣhaṇiker milan hethāẏ phire nāhi āse yāhā yāẏ-nimeṣher madhutar gān||