Title (Indic)বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliবহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা বন্ধু স্বজন সব ছেড়ে যায় তুমি একা জাগো ধ্রুবতারা।। মায়ারূপী হায় কত স্নেহ-নদী, জড়াইয়া মোরে ছিল নিরবধি, সব ছেড়ে গেল, হারাইনু যদি তুমি এসো প্রাণে প্রেমধারা।। ভ্রান্ত পথের শ্রান্ত পথিক লুটায় তোমার মন্দিরে, প্রভু আরো যদি কিছু আছে মোর প্রিয় লও বাঁচায়ে বন্দীরে। ডাকি' লও মোরে মুক্ত আলোকে তব আনন্দ-নন্দন-লোকে, শান্ত হোক এ ক্রন্দন, আর সহে না এ বন্ধন-কারা।। Englishbahu pathe bṛthā phiriẏāchhi prabhu ha̮ib nā ār pathhārā bandhu sbajan sab chher̤e yāẏ tumi ekā jāgo dhrubtārā|| māẏārūpī hāẏ kat sneh-nadī, jar̤āiẏā more chhil nirabdhi, sab chher̤e gel, hārāinu yadi tumi eso prāṇe premdhārā|| bhrānt pather śhrānt pathik luṭāẏ tomār mandire, prabhu āro yadi kichhu āchhe mor priẏ lao bām̐chāẏe bandīre| ḍāki' lao more mukt āloke tab ānand-nandan-loke, śhānt hok e krandan, ār sahe nā e bandhan-kārā||