বাজ্ল কি রে ভোরের সানাই নিদ্-মহলার আঁধার-পুরে
শুন্ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে।।
সরাই-খানার্ যাত্রীরা কি
‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি’?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি
গুলিস্তানে চল্ল উড়ে’।।
তীর্থ-পথিক্ দেশ-বিদেশের
আর্ফাতে আজ জুট্ল কি ফের,
‘লা শরীক আল্লহু’ মন্ত্রের
নাম্ল কি বান পাহাড় ‘তূরে’।।
আজকে আবার কা’বার পথে
ভিড় জমেছে প্রভাত হ’তে,
নামল কি ফের্ হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে।।
আবার ‘খালেদ’ ‘তারেক’ ‘মুসা’
আনল কি খুন-রঙিন ভূষা,
আস্ল ছুটে’ হাসীন ঊষা
নও-বেলালের শিঁরিন সুরে।।