Title (Indic)অঞ্জলি লহ মোর সঙ্গীতে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliঅঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি –নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত তোমার পদতল রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।। Englishañjali lah mor saṅgīte| pradīp-śhikhā sam kām̐pichhe prāṇ mam tomāẏ, he sundar, bandite! saṅgīte saṅgīte|| tomār debālaẏe ki sukhe ki jāni du’le du’le oṭhe āmār dehkhāni ārti –nṛtyer bhaṅgīte| saṅgīte saṅgīte|| pulke bikśhil premer śhatdal gandhe rūpe rase ṭalichhe ṭalmal| tomār mukhe chāhi āmār bāṇī yat luṭāiẏā par̤e jharā phuler mat tomār padtal rañjite| saṅgīte saṅgīte||