Title (Indic)অন্তরে তুমি আছ চিরদিন WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliঅন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি।। প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম মিন্দর রচি’ বিগ্রহ পূজি দেখে হাস তুমি স্বামী।। সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে। তুমি বহুরূপী তুমি রূপহীন- তব লীলা হেরি অন্তবিহিন। তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী।। Englishantare tumi āchh chirdin ogo antaryāmī bāhire bṛthāi yat khum̐ji tā-i pāi nā tomāre āmi|| prāṇer matan, ātmār sam āmāte āchh he antartam mindar rachi’ bigrah pūji dekhe hās tumi sbāmī|| samīraṇ sam, ālor matan biśhbe raẏechh chhar̤āẏe gandh-kusume saurabh sam prāṇe-prāṇe āchh jar̤āẏe| tumi bahurūpī tumi rūphīn- tab līlā heri antabihin| tab lukochuri khelā sahachrī āmi ye dibasyāmī||