Title (Indic)অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliঅনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা। বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা।। সেই কথাটি ঢাকার ছলে অনেক কথা যাই গো ব’লে ভাসি আমি নয়ন-জলে বলতে গিয়ে সেই বারতা।। অবকাশ দেবে কবে কবে সাহস পাবে প্রাণে লজ্জা ভুলে সেই কথাটি বলব তোমায় কানে কানে। মনের বনে অনুরাগে কত কথার মুকুল লাগে সেই মুকুলের বুকে জাগাও ফুটে ওঠার ব্যাকুলতা।। Englishanek kathā balār mājhe lukiẏe āchhe ekṭi kathā| balte nāri sei kathāṭi tāi e mukhar byākultā|| sei kathāṭi ḍhākār chhale anek kathā yāi geা ba’le bhāsi āmi naẏan-jale balte giẏe sei bārtā|| abkāśh debe kabe kabe sāhas pābe prāṇe lajjā bhule sei kathāṭi balab teাmāẏ kāne kāne| maner bane anurāge kat kathār mukul lāge sei mukuler buke jāgāo phuṭe oṭhār byākultā||