Title (Indic)ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliঐ, ঐ, ঐ আসে কর্ণ কৌরব সেনানী। মহাবীর ভীষ্ম গেছে, দ্রোণ গেছে জানি। কর্ণে বধিতে হবে, কুরুক্ষেত্র রণে। তারপর বধিব মোরা নীচ দুযোর্ধনে।। লেটো গান: ‘কর্ণ বধ’ Englishai, ai, ai āse karṇ kaurab senānī| mahābīr bhīṣhm gechhe, droṇ gechhe jāni| karṇe badhite habe, kurukṣhetr raṇe| tārpar badhib morā nīch duyordhane|| leṭo gān: ‘karṇ badh’