Title (Indic)আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় অধীর করো মোরে নয়ন-মদিরায়।। পানসে জোছনাতে ঝিমু হয়ে আসে মন শরাব বিনে, হের গুলবন উচাটন, মদালসা আঁখি কেন ঘোমটা ঢাকা এমন বিষাদিত নিরালায়।। তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া। জীবন ভরা কাঁটা-রি জ্বালা ভুলিতে চাহি শরাব পিয়ালা তোমার হাতে ঢালা- দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায় ভুলাইয়া বেদনায়।। Englishāno sāki śhirāji āno ām̐khi-piẏālāẏ adhīr karo more naẏan-madirāẏ|| pānse jochhnāte jhimu haẏe āse man śharāb bine, her gulban uchāṭan, madālsā ām̐khi ken ghomṭā ḍhākā eman biṣhādit nirālāẏ|| taruṇ chokhe āno aruṇ rāg-chhom̐oẏā ām̐khir karuṇā tab yāche bhorer hāoẏā| jīban bharā kām̐ṭā-ri jbālā bhulite chāhi śharāb piẏālā tomār hāte ḍhālā- dulāiẏā dāo more ānander hindolāẏ bhulāiẏā bedanāẏ||