Title (Indic)আমি হব মাটির বুকে ফুল WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআমি হব মাটির বুকে ফুল প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল।। ঠাঁই পাব গো তোমার থালায় রইব তোমার গলার মালায় সুগন্ধ মোর মিশবে হাওয়ায় আনন্দ আকুল।। আমার রঙে রঙিন হবে বন পাখির কণ্ঠে আনব আমি গানের হরষণ। নাই যদি নাও তোমার গলে তোমার পূজা বেদীর তলে শুকাবে গো সেই হবে মোর মরণ অতুল।। Englishāmi hab māṭir buke phul prabhāt belā haẏat pāb teাmār charaṇ mūl|| ṭhām̐i pāb geা teাmār thālāẏ ra̮ib teাmār galār mālāẏ sugandh meাra miśhbe hāoẏāẏ ānand ākul|| āmār raṅe raṅin habe ban pākhir kaṇṭhe ānab āmi gāner harṣhaṇ| nāi yadi nāo teাmār gale teাmār pūjā bedīr tale śhukābe geা sei habe meাra maraṇ atul||