Title (Indic)আমি চাঁদ নহি চাঁদ নহি অভিশাপ WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজো নিরাশায় আকাশে করি বিলাপ।। শত জনমের অপূর্ণ সাধ ল'য়ে আমি গগনে কাদিঁ গো ভুবনের চাঁদ হয়ে জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ।। কলঙ্কহয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া। কোন সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভরে হায় তুমি গেছ চলে বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ।। Englishāmi chām̐d nahi, chām̐d nahi abhiśhāp śhūny hṛdaẏe ājo nirāśhāẏ ākāśhe kari bilāp|| śhat janmer apūrṇ sādh la'ẏe āmi gagne kādim̐ go bhubner chām̐d haẏe jochhnā ha̮iẏā jhare go āmār aśhru birah-tāp|| kalaṅkahaẏe buke dole mor tomār smṛtir chhāẏā et jochhanāẏ ḍhākite pārini tomār madhur māẏā| kon se sāgar manthan śheṣhe more jar̤āiẏā yen uṭhechhile premabhre hāẏ tumi gechh chale buke tabu dole tab aṅger chhāp||