Title (Indic)আঁধার মনের মিনারে মোর WorkNazrul Geet LanguageBengali Credits Role Artist Writer Kazi Nazrul Islam LyricsBengaliআঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥ আল্লাহ নামের যে তক্বীরে ঝর্না বহে পাষাণ চিরে শুনি’ সে তক্বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥ জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে, মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে। আমি যেন সেই জামাতে সামিল হতে পারি প্রাতে ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥ Englishām̐dhār maner mināre mor he muẏājjin, dāo ājān gāpheltir ghum bheṅe dāo ha̮uk niśhi absān|| āllāh nāmer ye takbīre jharnā bahe pāṣhāṇ chire śhuni’ se takbirer āoẏāj jāguk āmār pāṣhāṇ prāṇ|| jāmāt bhāri jambe ebār ei duniẏār īdgāhe, mehedī haben imām sethāẏ rāh dekhāben gumrāhe| āmi yen sei jāmāte sāmil hate pāri prāte ḍāke āmāẏ śhahīd hate sethāẏ yato naojoẏān||