Title (Indic)আমার রাত পোহালো শারদ প্রাতে Work(N/A) Year1925 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Suprateek daas Writer Rabindranath Tagore LyricsBengaliআমার রাত পোহালো শারদ প্রাতে। বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে। তোমার বুকে বাজল ধ্বনি বিদায়গাথা, আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে।। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে। সময় যে তার হল গত নিশিশেষের তারার মতো শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে।। Englishāmār rāt pohālo śhārad prāte| bām̐śhi, tomāẏ diẏe yāb kāhār hāte| tomār buke bājal dhbani bidāẏagāthā, āgamnī, kat ye phālgune śhrābṇe, kat prabhāte rāte|| ye kathā raẏ prāṇer bhitar agochre gāne gāne niẏechhile churi kare| samaẏ ye tār hal gat niśhiśheṣher tārār mato śheṣh kare dāo śhiuliphuler maraṇ-sāthe||