Title (Indic)তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে Work(N/A) Year1925 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Debabrat bishbaas Writer Rabindranath Tagore LyricsBengaliতুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে।। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে।। ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া। তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো– আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে Englishtumi khuśhi thāk āmār pāne cheẏe cheẏe tomār āṅināte ber̤āi yakhan geẏe geẏe|| tomār paraśh āmār mājhe sure sure buke bāje, sei ānand nāchāẏ chhand biśhbabhuban chheẏe chheẏe|| phire phire chittabīṇāẏ dāo ye nār̤ā, guñjariẏā guñjariẏā deẏ se sār̤ā| tomār ām̐dhār tomār ālo dui āmāre lāgal bhālo– āmār hāsi ber̤āẏ bhāsi tomār hāsi beẏe beẏe