Title (Indic)আমার ঢালা গানের ধারা Work(N/A) Year1925 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Rijaoyaanaa Chowdhury banyaa Writer Rabindranath Tagore LyricsBengaliআমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে।। মন যবে মোর দূরে দূরে ফিরেছিল আকাশ ঘুরে তখন আমার ব্যথার সুরে আভাস দিয়ে গিয়েছিলে।। যবে বিদায় নিয়ে যাব চলে মিলন-পালা সাঙ্গ হলে শরৎ-আলোয় বাদল-মেঘে এই কথাটি রইবে লেগে এই শ্যামলে এই নীলিমায় আমায় দেখা দিয়েছিলে।। Englishāmār ḍhālā gāner dhārā sei to tumi piẏechhile āmār gām̐thā sbapan-mālā kakhan cheẏe niẏechhile|| man yabe mor dūre dūre phirechhil ākāśh ghure takhan āmār byathār sure ābhās diẏe giẏechhile|| yabe bidāẏ niẏe yāb chale milan-pālā sāṅg hale śharat-āloẏ bādal-meghe ei kathāṭi ra̮ibe lege ei śhyāmle ei nīlimāẏ āmāẏ dekhā diẏechhile||