Title (Indic)কে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া Work(N/A) Year1925 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Agnibh byaanaarji Writer Rabindranath Tagore LyricsBengaliকে বলে ‘যাও যাও’– আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া।। ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া।। পথিক আমি, পথেই বাসা– আমার যেমন যাওয়া তেমনি আসা। ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া।। Englishke bale ‘yāo yāo’– āmār yāoẏā to naẏ yāoẏā| ṭuṭbe āgal bāre bāre tomār dbāre, lāgbe āmāẏ phire phire phire-āsār hāoẏā|| bhāsāo āmāẏ bhām̐ṭār ṭāne akūl-pāne, ābār joẏār-jale tīrer tale phire tarī bāoẏā|| pathik āmi, pathei bāsā– āmār yeman yāoẏā temni āsā| bhorer āloẏ āmār tārā hok-nā hārā, ābār jbalbe sām̐je ām̐dhār-mājhe tāri nīrab chāoẏā||