Title (Indic)তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া Work(N/A) Year1927 LanguageBengali Credits Role Artist Music Dinendranaath thaakur Performer Kanikaa Banerjee Writer Rabindranath Tagore LyricsBengaliতুমি বাহির থেকে দিলে বিষম তাড়া তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে শেষে অন্তরে পাই সাড়া।। যখন হারাই বন্ধ ঘরের তালা যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে শিকলে দাও নাড়া।। যত দুঃখ আমার দুঃস্বপনে সে যে ঘুমের ঘোরেই আসে মনে ঠেলা দিয়ে মায়ার আবেশ কর গো দেশছাড়া। আমি আপন মনের মারেই মরি শেষে দশ জনারে দোষী করি আমি চোখ বুজে পথ পাই নে ব’লে কেঁদে ভাসাই পাড়া।। Englishtumi bāhir theke dile biṣham tār̤ā tāi bhaẏe ghorāẏ dikbidike śheṣhe antare pāi sār̤ā|| yakhan hārāi bandh gharer tālā yakhan andh naẏan, śhrabaṇ kālā takhan andhakāre lukiẏe dbāre śhikle dāo nār̤ā|| yat duḥkh āmār duḥsbapne se ye ghumer ghorei āse mane ṭhelā diẏe māẏār ābeśh kar go deśhchhār̤ā| āmi āpan maner mārei mari śheṣhe daśh janāre doṣhī kari āmi chokh buje path pāi ne ba’le kem̐de bhāsāi pār̤ā||