Title (Indic)গগনে গগনে আপনার মনে কী খেলা তব Work(N/A) Year1927 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Pankaj mallik Writer Rabindranath Tagore LyricsBengaliগগনে গগনে আপনার মনে কী খেলা তব। তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব।। জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন্ ছবি রে। মেঘমল্লারে কী বল আমারে কেমনে কব।। বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি গুরুগুরু সুরে কোন্ দূরে দূরে যায় সে ভাসি। সে সোনার আলো শ্যামলে মিশালো– শ্বেত উত্তরী আজ কেন কালো। লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব।। Englishgagne gagne āpnār mane kī khelā tab| tumi kat beśhe nimeṣhe nimeṣhe nitui nab|| jaṭār gabhīre lukāle rabire, chhāẏāpṭe ām̐ko e kon chhabi re| meghamallāre kī bal āmāre kemne kab|| baiśhākhī jhar̤e se diner sei aṭṭahāsi guruguru sure kon dūre dūre yāẏ se bhāsi| se sonār ālo śhyāmle miśhālo– śhbet uttarī āj ken kālo| lukāle chhāẏāẏ megher māẏāẏ kī baibhab||