Title (Indic)পুরানো সেই দিনের কথা WorkRabeendranaath LanguageBengali Credits Role Artist Performer Shironaamheen Writer Rabindranath Tagore LyricsBengaliপুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়– বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়– আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।। Englishpurāno sei diner kathā bhulbi ki re hāẏ| o sei chokher dekhā, prāṇer kathā, se ki bholā yāẏ| āẏ ār-ekaṭibār āẏ re sakhā, prāṇer mājhe āẏ| morā sukher dukher kathā kab, prāṇ jur̤ābe tāẏ| morā bhorer belā phul tulechhi, dulechhi dolāẏ– bājiẏe bām̐śhi gān geẏechhi bakuler talāẏ| hāẏ mājhe hal chhār̤āchhār̤i, gelem ke kothāẏ– ābār dekhā yadi hal, sakhā, prāṇer mājhe āẏ||