Title (Indic)তুমি কি কেবলই ছবি WorkRabeendranaath LanguageBengali Role Artist Credits Role Artist Performer Shironaamheen Writer Rabindranath Tagore LyricsBengali(active tab)EnglishBengaliতুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা। ওই-যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মত সত্য নও। হায় ছবি, তুমি শুধু ছবি।। নয়নসমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই– আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে– তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি– নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।। Englishtumi ki kebala̮i chhabi, śhudhu paṭe likhā| oi-ye sudūr nīhārikā yārā kare āchhe bhir̤ ākāśher nīr̤, oi yārā dinarātri ālo hāte chaliẏāchhe ām̐dhārer yātrī grah tārā rabi, tumi ki tāder mat saty nao| hāẏ chhabi, tumi śhudhu chhabi|| naẏanasmukhe tumi nāi, naẏaner mājhkhāne niẏechh ye ṭhām̐i– āji tāi śhyāmle śhyāmal tumi, nīlimāẏ nīl| āmār nikhil tomāte peẏechhe tār antarer mil| nāhi jāni, keh nāhi jāne– tab sur bāje mor gāne, kabir antare tumi kabi– nao chhabi, nao chhabi, nao śhudhu chhabi||