Title (Indic)শুধু তোমার বাণী নয় গো WorkRabeendranaath LanguageBengali Credits Role Artist Performer Shironaamheen Writer Rabindranath Tagore LyricsBengaliশুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥ সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা— এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো॥ হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে— ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয়॥ Englishśhudhu tomār bāṇī naẏ go, he bandhu, he priẏ, mājhe mājhe prāṇe tomār paraśhkhāni diẏo|| sārā pather klānti āmār sārā diner tṛṣhā keman kare meṭāb ye khum̐je nā pāi diśhā— e ām̐dhār ye pūrṇ tomāẏ sei kathā baliẏo|| hṛdaẏ āmār chāẏ ye dite, kebal nite naẏ, baẏe baẏe ber̤āẏ se tār yā-kichhu sañchaẏ| hātkhāni oi bār̤iẏe āno, dāo go āmār hāte— dharab tāre, bharab tāre, rākhab tāre sāthe, eklā pather chalā āmār karab ramaṇīẏ||