Title (Indic)যেতে যেতে একলা পথে WorkRabeendranaath LanguageBengali Credits Role Artist Performer Shironaamheen Writer Rabindranath Tagore LyricsBengaliযেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথি॥ আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥ যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে— কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥ Englishyete yete eklā pathe nibechhe mor bāti| jhar̤ esechhe ore ore, jhar̤ esechhe ore ebār jhar̤ke pelem sāthi|| ākāśhkoṇe sarbaneśhe kṣhaṇe kṣhaṇe uṭhchhe hese, pralaẏ āmār keśhe beśhe karchhe mātāmāti|| ye path diẏe yetechhilem bhuliẏe dil tāre, ābār kothā chalte habe gabhīr andhakāre| bujhi bā ei bajrarbe nūtan pather bārtā kabe— kon purīte giẏe tabe prabhāt habe rāti||