Title (Indic)ময়ুর আকাশ মুঠো মুঠো তাঁরা WorkDyaans uith baappi laaheree LanguageBengali Credits Role Artist Performer Bappi Lahiri LyricsBengaliময়ুর আকাশ মুঠো মুঠো তাঁরা। দুটো চোখ দেয় যে পাহারা শুধু পাতার আওয়াজ কৃষ্ণচূড়া তুমি আসবে ভেবে জোনাকীরা জ্বলে নিভে প্রহরের পরে শুধু প্রহর ফুরায় (ও ও ও…)।। ভেজা চোখের জলে শিশিরের হীরে জ্বলে লাগে না তো সুর বাতাসে তানপুরা (ও ও ও…)।। Englishmaẏur ākāśh muṭho muṭho tām̐rā| duṭo chokh deẏ ye pāhārā śhudhu pātār āoẏāj kṛṣhṇachūr̤ā tumi āsbe bhebe jonākīrā jbale nibhe prahrer pare śhudhu prahar phurāẏ (o o o…)|| bhejā chokher jale śhiśhirer hīre jbale lāge nā to sur bātāse tānpurā (o o o…)||