Title (Indic)আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা WorkDyaans uith baappi laaheree LanguageBengali Credits Role Artist Performer Bappi Lahiri LyricsBengaliআমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা আর বাগ বাজারের গরম গরম তেলে ভাজা মুখে দিয়েই স্বপ্ন দেখি আমি যেন সেই টেকখালির রাজা।। এ মেজাজ শুধু কোলকাতাতেই মেলে কোথা নেই তো এমন আড্ডা মারার রক ময়দানেরই ফুচকা আলুর দমে জীবনটা যে ঝাল মিষ্টি আর টক প্রান এখানে রসের মেলার পাপড় মুখরোচক মচমচে তাজা।। কোলকাতা যে মায়ের শীতল কোল গায়ে বোলায় যেন স্নেহেরই আদর আট বাবুর এই শহরটাতে ভাই মানায় শুধু পড়লে ধুতি চাদর রঙ চঙে পোশাক আশাক পড়ে পোশায় না তো সাহেব সুবো সাজা।। Englishāmār bhāl lāge janak roḍer rādhubābur chā ār bāg bājārer garam garam tele bhājā mukhe diẏei sbapn dekhi āmi yen sei ṭekakhālir rājā|| e mejāj śhudhu kolakātātei mele kothā nei to eman āḍḍā mārār rak maẏadānera̮i phuchkā ālur dame jībanṭā ye jhāl miṣhṭi ār ṭak prān ekhāne raser melār pāpar̤ mukharochak machamche tājā|| kolkātā ye māẏer śhītal kol gāẏe bolāẏ yen snehera̮i ādar āṭ bābur ei śhaharṭāte bhāi mānāẏ śhudhu par̤le dhuti chādar raṅ chaṅe pośhāk āśhāk par̤e pośhāẏ nā to sāheb subo sājā||