Title (Indic)চক্ষে আমার তৃষ্ণা Work(N/A) Year1938 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Aniruddh ghoshaal Writer Rabindranath Tagore LyricsBengaliচক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে।। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়– অবগুণ্ঠন যায় যে উড়ে।। যে-ফুল কানন করত আলো কালো হয়ে সে শুকাল। ঝরনারে কে দিল বাধা– নিষ্ঠুর পাষাণে বাঁধা দুঃখের শিখরচূড়ে।। Englishchakṣhe āmār tṛṣhṇā, ogo tṛṣhṇā āmār bakṣh jur̤e| āmi bṛṣhṭibihīn baiśhākhī din, santāpe prāṇ yāẏ ye pur̤e|| jhar̤ uṭhechhe tapt hāoẏāẏ, manke sudūr śhūnye dhāoẏāẏ– abaguṇṭhan yāẏ ye ur̤e|| ye-phul kānan karat ālo kālo haẏe se śhukāl| jharnāre ke dil bādhā– niṣhṭhur pāṣhāṇe bām̐dhā duḥkher śhikharchūr̤e||