Title (Indic)তোমার মনের একটি কথা আমায় বলো Work(N/A) Year1938 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Suchitraa mitr Writer Rabindranath Tagore LyricsBengaliতোমার মনের একটি কথা আমায় বলো বলো তোমার নয়ন কেন এমন ছলছল।। বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে। সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে। শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো।। আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো– ছায়া পড়ে তোমার মুখের ‘পরে ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো।। Englishtomār maner ekṭi kathā āmāẏ balo balo tomār naẏan ken eman chhalchhal|| baner’ pare bṛṣhṭi jhare jharo jharo rabe| sandhyā mukhrit jhillisbare nīpakuñjatle| śhāler bīthikāẏ bāri bahe yāẏ kaloklo|| āji digantasīmā bṛṣhṭi-ār̤āle hārāno nīlimā hārālo– chhāẏā par̤e tomār mukher ‘pare chhāẏā ghanāẏ tab mane mane kṣhaṇe kṣhaṇe, aśhrumanthar bātāse bātāse tomār hṛdaẏ ṭaloṭlo||