Title (Indic)না বলে এসেছি তা বলে ভেবো না Work(N/A) Year1982 LanguageBengali Credits Role Artist Music Sudheen daasagupt Performer Aarti Mukherjee Writer Pulak Banerjee LyricsBengaliনা বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেবো চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয় নি যে কথা বলা, কৃষ্ণচৃড়াতে পথ ঢেকেছিল হয় নি সে পথে চলা এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো ।। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা। লজ্জা জড়ানো, গন্ধ ছড়িয়ে, জাগতে পারে নি কুঁড়ি, লক্ষ মরণে, মরতে চেয়েছি, সয় নি সে লুকোচুরি– আজ এইক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাব।। Englishnā bale esechhi, tā bale bhebo nā, nā bale bidāẏ nebo chale yāi yadi, yen ha̮i nadī, sāgre hāriẏe yāb|| andh ābege balte cheẏechhi haẏ ni ye kathā balā, kṛṣhṇachṛr̤āte path ḍhekechhil haẏ ni se pathe chalā ei nirjane naẏane naẏane premer kabitā bhābo || tomāke dekhār lukāno āśhāẏ aṅge godhūli bharā, śhudhu bāre bāre phire phire chāoẏā hṛdaẏ nṛty karā| lajjā jar̤āno, gandh chhar̤iẏe, jāgte pāre ni kum̐r̤i, lakṣh marṇe, marte cheẏechhi, saẏ ni se lukochuri– āj eikṣhaṇe bujhini gopne nijeke ābār pāb||