Title (Indic)জলে নেবো না আর থই পাবে না Work(N/A) Year1982 LanguageBengali Credits Role Artist Music Nachiketaa ghosh Performer Aarti Mukherjee Writer Pulak Banerjee LyricsBengaliজলে নেবো না আর থই পাবে না থই থই করে নদী এখন যে বরষা, এ সময় এ নদীর নেই কোনো ভরসা।। খুব জল, ডুব জল, নেই কূল নেই তল, জল খেলা খেলো না আর তুমি সহসা।। দিন নেই রাত নেই বান আসছে, থেকে থেকে কার টান আসছে। ভাঙছে তো ভাঙছেই, পাড় ভাঙছে ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা।। তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি, দুরন্ত মন হলো আশা-পূর্ণি জ্বলছে তো জ্বলছেই জল চুমকি কোন্ তৃষা জ্বলে রে অন্তর হরষা।। Englishjale nebo nā ār tha̮i pābe nā tha̮i tha̮i kare nadī ekhan ye barṣhā, e samaẏ e nadīr nei kono bharsā|| khub jal, ḍub jal, nei kūl nei tal, jal khelā khelo nā ār tumi sahsā|| din nei rāt nei bān āschhe, theke theke kār ṭān āschhe| bhāṅchhe to bhāṅachhei, pār̤ bhāṅchhe ḍheu āse jhām̐piẏe prāṇ kare sarsā|| taraṅge taraṅge oṭhe ghurṇi, durant man halo āśhā-pūrṇi jbalchhe to jbalachhei jal chumki kon tṛṣhā jbale re antar harṣhā||