Title (Indic)নয় এ মধুর খেলা Workunknown LanguageBengali Credits Role Artist Music Dinendranaath thaakur Music Indrani debi Performer Debobroto Bisswash Writer Rabindranath Tagore LyricsBengaliনয় এ মধুর খেলা-- তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা নয় এ মধুর খেলা ॥ কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি-- সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ॥ বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে। দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে-- তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ॥ Englishnaẏ e madhur khelā-- tomāẏ āmāẏ sārājīban sakāl-sandhyābelā naẏ e madhur khelā || katbār ye nibal bāti, garje el jhar̤er rāti-- saṁsārer ei dolāẏ dile saṁśhaẏera̮i ṭhelā || bāre bāre bām̐dh bhāṅiẏā banyā chhuṭechhe| dāruṇ dine dike dike kānnā uṭhechhe| ogo rudr, duḥkhe sukhe ei kathāṭi bājal buke-- tomār preme āghāt āchhe, nāiko abhelā ||