Title (Indic)মোর ভাবনারে কি হওয়ায় মাতালো Workunknown LanguageBengali Role Artist Credits Role Artist Performer Unknown LyricsBengali(active tab)EnglishBengaliমোর ভাবনারে কি হওয়ায় মাতালো , দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে ।। মোর ভাবনারে কি হওয়ায় মাতালো , দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না , শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলিখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নুপুরধ্বনি ।। মোর ভাবনারে কি হওয়ায় মাতালো , দোলে মন দোলে অকারণ হরষে। গোপনে স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা । উড়ে যায় বদলের এই বাতাসে তার ছায়াময় এলোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকীর দূর সুবাসে ।। Englishmor bhābnāre ki haoẏāẏ mātālo , dole man dole akāraṇ harṣhe| hṛdaẏagagne sajal ghan nabīn meghe raser dhārā barṣhe || mor bhābnāre ki haoẏāẏ mātālo , dole man dole akāraṇ harṣhe| tāhāre dekhi nā ye dekhi nā , śhudhu mane mane kṣhaṇe kṣhaṇe oi śhonā yāẏ bāje alikhit tāri charṇe runurunu runurunu nupuradhbani || mor bhābnāre ki haoẏāẏ mātālo , dole man dole akāraṇ harṣhe| gopne sbapne chhāil apraśh ām̐chler nab nīlimā | ur̤e yāẏ badler ei bātāse tār chhāẏāmaẏ elokeśh ākāśhe se ye man mor dil ākuli jal bhejā ketkīr dūr subāse ||