Title (Indic)কবে সাধুর চরন ধুলি মোর লাগবে গায় Workunknown LanguageBengali Credits Role Artist Performer Lalon Geeti LyricsBengaliকবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ।। আমি বসে আছি আসার সিন্ধুর কুলে সদাই । চাতক যেমন মেঘের জল বিনে অহর নিশি চেয়ে আছে মেঘ ধীআনে ।। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে, হলো ঐ দশা আমার । ভজন সাধন আমাতে নাই কেবল মহৎ নামের দেই গো দোহাই ।। তোমার নামের মহিমা জানাও গো সাই, পাপীর হও সদয় । শুনেছি সাধুর করুনা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা ।। ও যে আমার ভাগ্যে তাও হলো না, ফকির লালন কেদে কয় । Englishkabe sādhur charaṇ dhuli mor lāgbe gāẏ || āmi base āchhi āsār sindhur kule sadāi | chātak yeman megher jal bine ahar niśhi cheẏe āchhe megh dhīāne || o se tṛṣhṇāẏ mṛtyu gati jībne, halo ai daśhā āmār | bhajan sādhan āmāte nāi kebal mahat nāmer dei go dohāi || tomār nāmer mahimā jānāo go sāi, pāpīr hao sadaẏ | śhunechhi sādhur karunā sādhur charaṇ parśhile haẏ go sonā || o ye āmār bhāgye tāo halo nā, phakir lālan kede kaẏ |