আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥
নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে--
বাজে আলো বাজে, ও ভাই হৃদয়বীণার মাঝে--
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা--
পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি--
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥