Title (Indic)গানেরই খাতায় স্বরলিপি লিখে WorkSbarlipi Year1970 LanguageBengali Credits Role Artist Music Shubol Das Performer Maahamudunnabee Writer Gazi Mazharul Anwar LyricsBengaliগানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে জীবন খাতার ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে।। মন নিয়ে লুকোচুরি খেলে কোন দিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যবে আমায় কি গো ডেকে নেবে জানি নেবে না নেবে না নেবে না।। যে কুড়ায় কাঁচের গুড়ো পথের ধারে ছিড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি পিদিম জ্বেলে গানশুনে ভাল লাগে যারে এত দেখে চেনো নিকো তারে। ঠিকানা তোমার বল কবে সুরের রেখায় এঁকে দেবে জানি দেবে না দেবে না দেবে না।। Englishgānera̮i khātāẏ sbarlipi likhe bal ki habe jīban khātār chhinn pātāẏ śhudhu behisābe bhare rabe|| man niẏe lukochuri khele kon din yābe pathe phele| phurābe āmār e gān yabe āmāẏ ki go ḍeke nebe jāni nebe nā nebe nā nebe nā|| ye kur̤āẏ kām̐cher gur̤o pather dhāre chhir̤e phele ām̐chle chandr ḍheke se haẏ khuśhi pidim jbele gānśhune bhāl lāge yāre et dekhe cheno niko tāre| ṭhikānā tomār bal kabe surer rekhāẏ em̐ke debe jāni debe nā debe nā debe nā||