Title (Indic)যেখানে সে দয়াল আমার WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Krshnaa Chatterjee Writer Rajaneekaant sen LyricsBengaliযেখানে সে দয়াল আমার ব’সে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া পাপ-কণিকা নিয়ে মনে। আছে ভাল-মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে; শুধু প্রেমের আগুন জ্বেলে, পুড়িয়ে নেয় সে আপন জনে। আগুন জ্বেলে, মন পুড়িয়ে, দেয় গো পাপের খাদ উড়িয়ে, ঝেড়ে ময়লা-মাটি, ক’রে খাঁটি, স্থান দেয় অভয়-শ্রীচরণে। সেই আনন্দ-মন্দির মাঝে, আনন্দ-সঙ্গীত বাজে, নাহি ব্যথা, অশ্রু, বিষাদ, (সে) সদানন্দ নিকেতনে। দেখ্ কেমন তার ভালবাসা, মিটায় আনন্দ-পিপাসা, আগে, না পোড়ালে খাদ র’য়ে যায়,− সে আনন্দ পাবে কেমনে? Englishyekhāne se daẏāl āmār ba’se āchhe siṁhāsne, sekhāne to haẏ nā yāoẏā pāp-kaṇikā niẏe mane| āchhe bhāl-mand chhele kāruke se deẏ nā phele; śhudhu premer āgun jbele, pur̤iẏe neẏ se āpan jane| āgun jbele, man pur̤iẏe, deẏ go pāper khād ur̤iẏe, jher̤e maẏalā-māṭi, ka’re khām̐ṭi, sthān deẏ abhaẏ-śhrīcharṇe| sei ānand-mandir mājhe, ānand-saṅgīt bāje, nāhi byathā, aśhru, biṣhād, (se) sadānand niketne| dekh keman tār bhālbāsā, miṭāẏ ānand-pipāsā, āge, nā por̤āle khād ra’ẏe yāẏ,− se ānand pābe kemne?