Title (Indic)যখন থামবে কোলাহল WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Shubol Das Performer Runa Laila Writer Maasud karim LyricsBengaliযখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক আকাশের উজ্জল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে বুঝে নিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার জেগে থেকো সেই রাতে।। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। কোকিলের ডাক যদি শোনো আমি আর দুরে নেই জেনো একটু পরেই দেখা হবে দুজনাতে।। যখন দখিন বাতাস গায় পরশ বুলাবে এসে জেনো এসে গেছি আমি অবশেষে বাসনার সেই নদী তীরে চিনে নিও প্রিয় সাথীরে স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।। Englishyakhan thāmbe kolāhal ghume nijhum chāridik ākāśher ujjal tārāṭā miṭmiṭ kare śhudhu jbalchhe bujhe nio tomāke āmi bhābchhi tomāke kāchhe ḍākchhi ghumiẏe par̤o nā bandhu āmār jege theko sei rāte|| yakhan phuler gandh ese ābeśh chhar̤ābe mane bujhe nio āmi āschhi saṅgopne| kokiler ḍāk yadi śhono āmi ār dure nei jeno ekṭu parei dekhā habe dujnāte|| yakhan dakhin bātās gāẏ paraśh bulābe ese jeno ese gechhi āmi abśheṣhe bāsnār sei nadī tīre chine nio priẏ sāthīre sbapn bhebe kem̐do nāko bednāte||