Title (Indic)যদি হিমালয় হও তবে শুরু সেথায় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Paarth baaruyaa LyricsBengaliযদি হিমালয় হও তবে শুরু সেথায় যদি সমুদ্র হও তবে শেষ সেথায়। তবুও কী ভাববে আমায় শুরু আর শেষ যেথায়।। বসন্ত তুমি যদি হও ভাল লাগা সেথায় অনন্ত তুমি যদি হও বেঁচে থাকা সেথায় তবুও কী ভাববে আমায় শুরু আর শেষ যেথায়।। অশান্ত রোদ্রুর যদি হও ক্লান্ত দুপুর সেথায় তুমি যদি অন্য কারো হও অসম্পূর্ণ সেথায় তবুও কী ভাববে আমায় শুরু আর শেষ যেথায়।। Englishyadi himālaẏ hao tabe śhuru sethāẏ yadi samudr hao tabe śheṣh sethāẏ| tabuo kī bhābbe āmāẏ śhuru ār śheṣh yethāẏ|| basant tumi yadi hao bhāl lāgā sethāẏ anant tumi yadi hao bem̐che thākā sethāẏ tabuo kī bhābbe āmāẏ śhuru ār śheṣh yethāẏ|| aśhānt rodrur yadi hao klānt dupur sethāẏ tumi yadi any kāro hao asampūrṇ sethāẏ tabuo kī bhābbe āmāẏ śhuru ār śheṣh yethāẏ||