Title (Indic)যদি বন্ধু হও যদি বাড়াও হাত WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Shubhmitaa LyricsBengaliযদি বন্ধু হও যদি বাড়াও হাত জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর যদি ভাগ করে নাও দুঃখ সুখ বোঝো তোমার আমার নেই তফাত কেন বন্ধ ঘরে একই অন্ধকার সব জানালা খুলে আলো আসতে দাও খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক ছুটুক পাল তুলে স্বপ্নরা ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন যদি সবার ছাদ হয় এক আকাশ সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত Englishyadi bandhu hao yadi bār̤āo hāt jeno thāmbe jhar̤ muchhe yābe ei rāt hāsi mukh tule abhimān bhule rāṅā sūry balabei suprabhāt sabār raṅe miśhle raṅ, sure mille sur habe purono yat dbidhā dband dūr yadi bhāg kare nāo duḥkh sukh bojho tomār āmār nei taphāt ken bandh ghare eka̮i andhakār sab jānālā khule ālo āste dāo kholā hāoẏā āsuk, śhat phul phuṭuk chhuṭuk pāl tule sbapnarā phuriẏe yābe sab yakhan, yābe ei jīban ken nijer ṭuku niẏe bhulchhe man yadi sabār chhād haẏ ek ākāśh sab deoẏālgulo bheṅe yāẏ haṭhāt hāsi mukh tule abhimān bhule rāṅā sūry balabei suprabhāt