Title (Indic)তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Kumaar bishbajit LyricsBengaliতুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা ও… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে শুধু পারবোনা আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায় ও… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা Englishtumi yadi balo padmā meghnā ek dine debo pār̤i tumi yadi balo chām̐der buke bānābo āmār bār̤i tumi āmār śhudhu āmār bhālo lāgā kabitā tumi yadi balo rājadhānīṭāke karbo tilottamā o… tumi yadi balo jantā byāṁke bhālobāsā debo jamā tumi āmār śhudhu āmār bhālo lāgā kabitā ei tomāri janye hate pāri debdās romio ei tomāri janye chher̤e yete pāri sukher pṛthibīo ei tomāri janye ene dite pāri ākāśher sab tārā śhudhu pārbonā āmi yadi balo tumi bām̐chte tomāke chhār̤ā tumi āmār śhudhu āmār bhālo lāgā kabitā ei tomāri janye anāẏāse āmi himālaẏ ḍiṅābo ei tomāri janye ghum hīn chokhe rātri kāṭābo ei tomāri janye goṭā pṛthibīṭā bhare debo phule phule śhudhu pārbonā āmi yadi tumi balo thākte tomāke bhule tumi āmār śhudhu āmār bhālo lāgā kabitā tumi yadi balo kaṣhṭagulo ur̤iẏe debo hāoẏāẏ o… tumi yadi balo karbo badal nijeke tomār chāoẏā tumi āmār śhudhu āmār bhālo lāge kabitā tumi yadi balo padmā meghnā ek dine debo pār̤i tumi yadi balo chām̐der buke bānābo āmār bār̤i tumi āmār śhudhu āmār bhālo lāgā kabitā